একদিন আমিও আত্মহত্যা করবো
আত্মার ভেতরে আত্মহত্যা করবো
কেউ জানবে না।-কেউ জানার চেষ্টাও করবে না।
তখন আমিও আত্মাহীন যন্ত্র হয়ে উঠবো
টাকা কামানোর যন্ত্র।
আমার ডায়েরির খসে যাওয়া পাতা হয়তো জানবে
আমি আর বেঁচে নেই।
জীবন্ত লাশ হয়ে আমিও মিশে যাব –
তোমাদের এই যান্ত্রিক পৃথিবীতে;
আমিও অংশ নেব নতুন সভ্যতা সৃষ্টিতে।
প্রযুক্তির উন্নতিতে দেহ আমার দেহ-ই থাকবে
আত্মার মৃত্যু হবে।