তোমার দুর্গা মণ্ডপে মণ্ডপে
সেঁজেছে লালা-নীল-গোলাপী বিভিন্ন আলোক সজ্জাতে;
আমার দুর্গা রাস্তার ধারে এক মুঠো ভাত অথবা
একটুকরো শুকনো রুটির স্বপ্ন দেখে।
তোমার দুর্গার প্রসাদ হয় ফল,মিষ্টি,দধি,সরের পায়েস দিয়ে,
আমার দুর্গা বৃষ্টির জল,ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া ফল
আর উত্তপ্ত সূর্যের তাপে নিজের ভোগ সারে।
তোমার দুর্গার বোধন দাও জাগ্রতের নিমিত্তে
আমার দুর্গা বিনা বোধনে জেগে ওঠে ক্ষুধা নিবারণে।
তোমার দুর্গার পূজা হয় স্বচ্ছ শরৎ-এ
আমার দুর্গা পূজা নেই রোদ,বৃষ্টি,ঝড়ে।
তোমার দুর্গার পূজা দাও
ঢাক-ঢোল, খোল করতাল, সুগন্ধি আগরবাতিতে;
আমার দুর্গার পূজা হয়
রেলের হুইসেল,যানবাহনের হর্ণ আর নর্দমার গন্ধে।
তোমার দুর্গার বিসর্জন হয় হৃদয় ধারণে
আমরা দুর্গা হারিয়ে যায় বিনা বিসর্জনে।