4.5/5 - (2 votes)

কার্পাস ফুলের বনে, স্মরণ করো—জীবনের দামে কেনা শাদা ঘোড়াটির স্নেহ, যার হ্রেষা এবং টগবগ প্রতিধ্বনি তুলেছিল আমাদের শীতল রক্তে;
সেই ঘোড়ার কথা বলছি, যার চোখের তারায় স্বপ্নের গোধূলি রুয়ে আমাদের নির্ঘুম রাত্রি বেড়ে উঠতো প্রতিদিন; এবং তীব্র গ্রীষ্মকালেও আমরা অন্ধকারের ভেতর আলোর সন্ধান করতাম।
অথচ, এই অনর্থ সময় এবং সকল সন্তাপে যখন তার তেজদীপ্ত উপস্থিতি জরুরি, মানুষের অরণ্যে তন্ন তন্ন করে খুঁজেও তার দেখা মিলছে না।
আমাদের চোখের সামনে ঝুলছে ব্যক্তিগত স্বার্থের মায়াবী পর্দা, ভোগ আর আনুগত্য, হাস্যকর কারুভাষ—

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments