মাস্ক মাস্ক গন্ধ ছড়িয়ে তারানা বাজছে চারিপাশে
তীব্র জনকোলাহল, ভেতরে ঘুমের ক্লান্তি ধুঁকছে
না-বলা কথার ভেতর হল্লা ওড়াচ্ছে কতিপয় মেঘ
ধুতরা ধুতরা অজুহাত নাচছে শহরজুড়ে।
শহর ভীষণ অকৃতজ্ঞ, পুঁজির গ্রীবায় ওম খুঁজে
বিকৃত নাচে, সুখের আশায় ঝরায় জল, ভাঙে কর্ম
মেদুর আকাশে সাজায় কল্পনার মহাপূর্ণচাঁদ
আর জীবন হয়ে ওঠে মানহীন অন্ধ অনুভব।