ঘুমিয়েছে কাঁচপোকা পাতাদের বারান্দায়
তারার নীল আলো ; অন্ধকারের নির্বাক দেহে
তন্দ্রায় নুয়েছে সোনালী রোদ্দুর
ঘুমিয়েছে শ্মশানে আদিপুরুষের
জমাট শবাধার ; সাদা ছায়াতে
ছুঁয়েছে মৃত্যুর চেনা গন্ধ
রাত্রির হিম ঘুমিয়েছে
নিস্তব্ধতার কোমল শয্যায়
ঘুমিয়েছ তুমি বালিশে গাল চেপে
আর একটা সূর্যের অপেক্ষায়
ঘুমাইনি আমি, জেগে আছি
নিরব কান্না নির্ঘুম রাত্রির প্রহরী
ঘুম তোমার একটা প্রবেশপত্র প্রয়োজন
মেঘের জড়দেহে সিথানে ধ্বংস রেখে
বরফ ঘুমায়