5/5 - (1 vote)

অভিজ্ঞতা থেকে ক্রমে আকাশের বর্ণহীনতার
সংবাদের মতো আমি জেনেছি তোমাকে; বাতাসের
নীলাভতাহেতু দিনে আকাশকে নীল মনে হয়।
বালুময় বেলাভূমি চিত্রিত করার পরেকার
তরঙ্গের মতো, তুমিও এসেছো অভিসারে-
চাঁদের  উপর দিয়ে স্বচ্ছ মেঘ নয়, চাঁদ চলমান
এখন জেনেছি সব, তবুও প্রয়াস প’ড়ে আছে।
শিশুদের আহার্যের মতোন সরল হও তুমি,
সরল, তরল হও; বিকাশের রীতিনীতি এই।
বৃক্ষের প্রত্যক্ষ নড়ে- এই দৃশ্য দেখেই কখনো
সে নিজে দোলনক্ষম- এঈ কথা পাখিদের মতো
ভুলে ক’রে ভেবেছো কি, তোমার বাতাসে সে তো দোলে। 

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Xareen Aditi
Xareen Aditi
1 year ago

আহা বিনয়! শব্দে শব্দে যেন ভেতরের ভাবনাটাকে বলে-অদ্ভুদ বিষাদ!