গুনে গুনে ছেড়ে দিই, নিজেও সুস্থির পায়ে নামি,
জাহাজডুবির পরে; শীতল আঁধারে মিশে থাকি।
বরং ছিলাম দীর্ঘ-দীর্ঘকাল, হাসি ভুলে হেসে,
করুণ ফলের মতো; কেউ চায় আত্মবলিদান।
ভ্রণের বিকট দৃশ্যে ব্যথা পেয়ে—এমনই পৃথিবী—
গবেষক হয়ে ফের কারণ নির্ণয়, ক্ষয় ক্ষতি
দেয়ালি রাত্রির নষ্ট কীটের মতন জ’মে গেছে।
ফুল নয়, চাঁদ নয়, মহিলার দেহস্থিত মন
অতি অল্পকালে যদি বিকশিত হয় তবে হয়,
নাহলে কাঁটার মতো বিঁধে ফের কিছু ভেঙে থাকে।
অবশ্য তোমার কাছে যাবার সময়ে আলো লেগে
নীলাভ হয়েছে দেখি অনেক আকাশ; দীর্ঘকাল
শীতল আঁধারে থেকে গবেষণা শেষ হয়ে আসে।
2019-12-17