বলেছি, এভাবে নয়, দৃশ্যের নিকটে এনে দিয়ে
সকলে বিদায় নাও; পিপাসার্ত তুলি আছে হাতে,
চিত্রণ সফল হ’লে শুনে নিও যুগল ঘোষণা।
অথবা কেবল তুমি লিপ্ত হ’লে সমাধান হয়।
মেলার মতন ভিড়ে তবে তুমি— আমরা এখনো
ক্রমাগত বাধা পাই প্রাত্যহিক হৃদয়যাপনে।
সৃষ্টির পূর্বাহ্ণে, দ্যাখো, নিজেকেই সৃষ্টি করা প্রয়োজন হয়।
পরিচিত সূর্য আরো বেশি আকর্ষণশীল হ’লে
হয়তো সমুদ্রবক্ষে এমন জোয়ার এসে যেতো
যাতে সব বালিয়াড়ি, প্রবালপ্রাচীর পার হ’য়ে
জলরাশির হৃদয়ের কাছে এসে উপস্থিত হ’তো।
অর্থাৎ কেবল তুমি লিপ্ত হ’লে সমাধান হয়।
2019-12-11