Review This Poem

তোমার উচ্ছ্বাসিত মুখ
দুচোখে উবছে পড়ছে সাচ্ছন্দ্য বোধ ।
ঠোঁট বাকিয়ে বাকিয়ে –
তুমি বর্ণনা করছ তোমাদের দিনলিপি
কতটা ভালবাসা বিনিময় হল আজ
কতটা ঘুচালো লাজ ,
কতটা নিলে ও দিলে প্রেমের পরিক্ষা
কতটা শিকার করবে তিতিক্ষা ।
তুমি মাথা ঝাকিয়ে বেনি নাড়ছ
হাসিতে ডুবিয়ে দিচ্ছ তোরণ
কিন্তু দেখতে পাচ্ছনা
আমার হৃদয়ের রক্তক্ষরণ !

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments