কারো কি বলতে ইচ্ছে হয় !
চুলগুলো এতো লম্বা কেন?
কবি টবি হওয়ার ইচ্ছা নাকি?
সে যাই হোন, দেখতে বাজে লাগছে
কালকেই কাটিয়ে আসবেন
না হলে কিন্তু, কাটিয়ে ফেলুন।
কারো কি বলতে ইচ্ছে হয়!
গান বাজনা করেন যে
এটা যে হারাম তা জানেননা?
নামাজ রোজা তো করেন
তার মধ্যে গান বাজনা ,
এটা ছাড়তে হবে।
কারো কি বলতে ইচ্ছে হয়!
সিগারেট টানছেন যে বড়
জানেননা এটা খেলে ক্যান্সার হয়?
আর খাবেননা, এভাবে নয়
কানে ধরে বলুন আর খাবনা ।
কারো কি বলতে ইচ্ছে হয় !
আমার তো শুনতে খুব ইচ্ছে হয় !
কেউ বলুক, সাবধানে থাকবেন
বাজে ছেলেদের সাথে মিসবেননা ।
2021-08-17