নিঝুম রাতে পূর্ণিমা চাঁদের আলো খোলা জানালা দিয়ে নীরবে ঢুকে
আমার নরম বিছানায় খেলা করে।
কখন চুপিচুপি আমার স্বপ্নপরী আমাকে নিয়ে যায় ইছামতী নদীতীরে সেই বিশাল কৃষ্ণচূড়া গাছের তলায় সবুজ ঘাসের উপরে।
ঝরে পড়া কৃষ্ণচূড়া ফুল আর কলি নিয়ে খেলা করে।
বক্ষলগ্না হয়ে ফিস ফিস করে কথা বলে
তপ্ত নিশ্বাস আমার চোখে মুখে ফেলে কামনা বাড়ায়, সুখময় স্বপ্ন শোনায় মৃদুল সুরে।
নদীতট বেয়ে এগিয়ে চলি পাশাপাশি সোনালী আলোয় দিকশূণ্যপুরে,
মায়াবীনী হরিণী, আমার স্বপনচারিনী অলক্ষ্যে নীরবে হারিয়ে যায় ছায়াবৃতা বনের ভিতরে।
অপূর্ণ ইচ্ছেরা অধরাই রেখে যায় মনের গভীরে।
প্রভাতী নবারুণ,রক্তিম আলোয় নতুন স্বপ্ন জাগিয়ে মনে আমায় নিয়ে সারাদিন খেলাকরে।
প্রতিদিন অগণিত স্বপ্নের জন্মমৃত্যু দেখি স্বপ্নের বিবরে।
2023-02-06