যে নারীর পুরুষ্টু স্তনে কোনদিন পড়েনি পুরুষহস্ত, হয়নি দলন,মর্দন
পুরুষের দংশন পড়েনি কখনো দেহে
পড়েনি পুরুষের নখের আঁচড়
হয়নি স্তনবৃন্তমুলে চোষন
সে নারীর হা হুতাশ চাপা পড়ে থাকে
হৃদয় কন্দরে,ওঠে মনে ক্রন্দন।
যে নারীর যোনি স্পর্শ পায়নি কোনদিন পুরুষের উত্থিত সুঠাম লিঙ্গের
সে নারীর মনোবেদনা কুঁড়ে কুঁড়ে খায় নিত্য নিজেরে, হৃদয়ে তোলে হতাশার আলোড়ন।
যে পুরুষ পায়নি কোনদিন
যুবতী নারীর স্তনের স্পর্শ
হয়নি লিঙ্গের সাথে যোনির মন্থন
সে পুরুষের মনে,না পাওয়ার বেদনা
নিরন্তর বেসামাল করে দেহমন।
কামহীন প্রেম অসম্ভব এই পৃথিবীতে
চুড়ান্ত সম্ভোগে শুক্রাণু আর ডিম্বাণুর সফল নিষেকে হয় নব প্রাণসঞ্চার
দুই স্তন ভরে স্নেহময় দুধে
স্নেহ প্রেম মায়া মমতা আসে মনে
জাগতিক নিয়মে
এভাবেই চলেছে মায়ার সংসার।
যে নারী ও পুরুষ থাকে দূরপ্রবাসেতে
করতে পারেনা নিয়মিত সম্ভোগ
সে নারী ও পুরুষের প্রবল তৃষ্ণা
মেটায় পরকীয়া প্রেমে
আসে নবীনের সাথে সংযোগ।
সিদ্ধপ্রেম কিম্বা নিষিদ্ধ প্রেমে
নারী ও পুরুষ উভয়েই চায় সম্ভোগ
উভয়েই খোঁজে বিপরীত মেরু
করে সন্তরণ কামমন্দাকিনী জলে
হয় জীবনে জীবন যোগ।
সম্ভোগশেষে সংসারজীবনে
ভোগি নারী পুরুষ হয় যোগী,
প্রশান্তি আসে মনগগনে
শোনা যায় সৃষ্টির পদধ্বনি
এই ধরাধামে সকলেই কামযোগী।
সম্ভোগ নয় অশ্লীল কোনও খেলা
চলে অবিরাম জীবের বংশগতি
দুই জননাঙ্গের মধুর মিলনে
বাঁচে জীবকুল,দেশ,পরিবার,জাতি।
******