Review This Poem

অঙ্কের নিয়মে শূন‍্য এক স্বাভাবিক পূর্ণসংখ‍্যা
অন‍্য কোনও সংখ‍্যার পিছনে বসে দেয় তার যুক্ত পরিচয় আখ‍্যা।
সব জ্ঞানী গুণী বিজ্ঞানীরা আজীবন শূন‍্য নিয়েই নিরন্তর করে চলে গবেষণা,করে চলে নিত‍্য নতুন ব‍্যাখ‍্যা।
শূন‍্য থেকেই সৃষ্ট পৃথিবী ভাসমান সে শূন‍্য
সব গ্রহ তারার ধারক বাহক সে এক মহাশূন‍্য।
শূন‍্য আকাশ শূন‍্য নয়, নানান মহাজাগতিক বিপুল কর্মকান্ডে পূর্ণ।
মহাশূন‍্যপথে চলেছে মহাকাশযান,নভোচারী যত চাঁদে মঙ্গলে অজানাকে জানার জন‍্য।
যতই চাইনা কোনো পাত্র থেকে বাতাস করতে শূন‍্য
পূর্ণশূন‍্য হয়না কভূ রয়ে যায় কিছু অবশিষ্ট, অপূর্ণ।
শূন‍্য হতেই সৃষ্ট জীবন শেষ হয় সেই শূন‍্যে
শূন‍্যক্ষেত কর্ষন আর বীজ বপনে পূর্ণ হয় ফল,ফুল ,ধনধান‍্যে।
সাধক সাধিকারা শূন‍্য নিয়েই করে চলে
ধ‍্যান, জপ,তপ পেতে শূন‍্য পরমব্রহ্ম।
শুরু আর শেষে দুই শূন‍্যর মাঝে ছুটেছে মানুষ,জ্ঞান, অর্থ,গরিমা করতে পরিপূর্ণ
শূন‍্য বিনা এ জগৎ সংসার রয়ে যাবে‍ অসম্পূর্ণ।
আছে তবু নাই, নাই তবু আছে শূন‍্যের অস্তিত্ব জগতমাঝারে শূন‍্য চির রহস‍্যময়তায় পরিপূর্ণ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments