ভাবের ঘরে অভাবের প্রতিধ্বনি
বারংবার শুনি
এও তো শিল্পী ও কবির প্রাপ্য বলে মানি
একলা ভাবি বসে আর ভেবে নাই দরকার
তবুও ভাবনারা আসে নীরবে সাপের মতো, ফনা তুলে করে দংশন, ঢালে বিষ মর্মমূলে–
ভুলে গিয়ে ভূত ভবিষ্যৎ
বর্তমান নিয়ে ভাবি একলাই ঘরে
করতে পারিনা রহস্যময় ভাবনার কিছুতেই মর্মোদ্ধার, পারিনা করতে প্রতিকার।
মাঝে মাঝে দেখি নাছোড়বান্দা ভাবনারা সারবেঁধে দাঁড়িয়ে সামনে নট নটী বেশে,
তারা এসে অবিরাম নাচে গায় বিচিত্র ছন্দ সুরে আমার হৃদয়পুরে
আমাকে হাসায় কাঁদায় কখনওবা বানায় মূক, চুপ করে বসে থাকি ঘরে
ভাবনারা ঘিরে থাকে আমায় অষ্টপ্রহর সারাজীবনধরে।
ভাবনারা বিরক্ত করে, যন্ত্রনা দেয় বারবার
ভাবনা থেকে বাঁচাতে জীবন
ভাবনাকে মেরে ফেলা আশু দরকার।।
*