মাটি জল হাওয়ার দূষণে পর্যুদস্ত বিশ্ব
ভারসাম্যহীন প্রকৃতির সমীকরণ
ধূলোয় ধোঁয়ায় ঢেকেছে আকাশ
ক্রমশ হারিয়ে যাচ্ছে মাটি,সবুজবন।
মেরুপ্রদেশে গলছে টন টন বরফের চাঁই
সাগরের জলস্তর ক্রমবর্ধমান
প্রলয়ংকারী বন্যার কবলে সারা পৃথিবী
অন্যদিকে ভূগর্ভের জলস্তর নেমে যাচ্ছে
তীব্র জলসংকটে বিপর্যস্ত বিশ্বময় প্রাণ।
প্রযুক্তি ও উন্নয়নের নামে চলেছে আকছার
বৃক্ষছেদন,চলেছে অরণ্যনিধন, দাবানল জ্বলেছে আমাজন সহ কত বনে ও পাহাড়ে।
জীবজগৎ বিপন্ন অচেতন, অবিমৃষ্যকারী মানবের লিপ্সার কারণ
জেগে উঠুক মানুষ, হোক সচেতন
আসুক সবুজ বিপ্লব দেশে দেশে গ্রামে ও শহরে।
এই নীলগ্রহ পুনরায় হোক সঞ্জীবন
বিবেক চেতনার হোক উদ্বোধন
ধরণীটা হোক ফের বাসযোগ্য শান্তিনিকেতন।
**********