দুধ খেতে চাই
আমি দুধ খেতে বড় ভালোবাসি
ঢাকনা খুলে আমি দুই বাটি দুধ খেতে চাই
খোলামেলা এক বুক চুষবো যখন
অন্য হাতে টিপবো অন্যদুধ,
দুধের বোঁটা কচলাতে চাই।
বোঁটা হবে শক্ত, তামাটে চাকতিতে
কাঁটা গুলি উঠবে ভেসে
আমার মাংসল দন্ডটাও কঠিন হবে
করবে খাই খাই।
বলবে নীরবে তোমাকেই চাই।