এই পৃথিবীতে জীবাশ্ম হয়ে গেছে সব স্নেহ,প্রেম,প্রীতি, ভালোবাসা
ঐশ্বর্যের সীমাহীন লোভ আর অহমিকায়
ঘরেবাইরে যুদ্ধ চলছে প্রতিদিন বিশ্বময়
চারিদিকে মৃত্যুর মিছিল চলেছে অবিরাম।
হরপ্পা মহেঞ্জোদারোর মত কতশত সভ্যতা সব বিলুপ্ত হয়ে গেছে
প্রত্নস্থলে প্রত্নতাত্ত্বিকরা অবিরাম খনন করে
প্রত্নসামগ্রী করে আবিস্কার
কত ইতিহাস উদ্ধার হয় নানা উপাদানে- শিলালেখে,তাম্রপত্রে, মৃৎপাত্রে, মূর্তিতে।
মেসোপটেমিয়া,নালন্দা, সিন্ধুসভ্যতাও হারিয়ে গিয়েছে কালের গভীরে।
কতনা দম্ভের জাহাজ তলিয়ে গিয়েছে সমুদ্র অতলে।
বোবা পৃথিবীর কান্না, কেউ শোনে কেউ শোনে না
হারিয়ে গিয়েছে মানবতা বিবেক চেতনা।
নৃতত্ত্ববিদেরা হাজার বছর পরে খুঁজে বেড়াবে স্নেহ,প্রেম,ভালবাসা, শিলীভূত মানবের জীবাশ্মের অন্তরে।
জেগে উঠবে পুনরায় সভ্যতা জীবাশ্ম জ্বালানি জ্বালিয়ে।