Review This Poem

চুম্বন রমণ

নীরবে নির্জনে প্রেয়সীর সাথে নিবিড় চুম্বন
স্মৃতি হয়ে জেগে রয় আজীবন একান্তে গোপনে।
ভোরের শিশিরে ভেজা পরিস্কার ঝলমলে
সাদা শঙ্খের মত কখনোবা মাখন রাঙা সুকোমল বর্তুল যুগল স্তন দোলে বক্ষমূলে পুষ্ট রসালের মতো;
স্তনবৃন্তের হয় উত্থান
কম্পিত কৃষ্ণকলি বৃন্ত দুই নীরবে আহ্বান করে প্রেমিক পুরুষে,
চুম্বন দলন মর্দন চোষন ও লেহন অভিলাষে।
ঝিনুকের মতো যোনি রয় উন্মুখ
মুখ বুজে থাকে মাংসল ঠোঁটে।
অন্ধকার গৃহকোণে নিরালা নির্জনে
উন্মুক্ত যোনির সাথে উত্থিত লিঙ্গের হয় গভীর প্রণয়, মুহুর্মুহু ওঠে আনন্দ শীৎকার
তপ্ত যোনিরস যবে মেলে উষ্ণ বীর্যরসে
সঙ্গম সমাপনে এলিয়ে পড়ে মনসিজ রতি তৃপ্ত হিয়ায় অবিন‍্যস্ত শয‍্যায়
ভালোবাসা জেগে রয় অনির্বাণ প্রকৃতি পুরুষে।
********

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments