কোথা সেই ঈপ্সিত প্রতিবাদী শব্দ কথা কবির কলমে !
মেরুদন্ড বাঁকা করে শিরোস্ত্রান নামিয়ে দেয় কবি অক্লেশে অর্থ আর ক্ষমতার পদতলে ।
নামজাদা কবিরা সব বাঁধা থাকে অদৃশ্য
লিপ্সার শিকলে ;
মুখোশের আড়ালে কাব্যসত্তা হারিয়ে যায় অন্ধকারে বিস্মৃতির অতলান্ত তলে ।
বিপ্লব,প্রতিবাদ থমকে থাকে ভীরু,বোবা, সুযোগসন্ধানী,অন্ধ,স্তাবক সব মানুষের দলে ।
সে কবির পথ চেয়ে আছি
যার শব্দের জলন্ত মশালে
জ্বলবে আগুন লেলিহান এ মাটির বুকে,
ছারখার হবে অত্যাচারী স্বার্থপর শাসকের দম্ভের সুরম্য প্রাসাদ ;
জন্ম নেবে অচিরে এই পূণ্য ভূমিতলে শোষণবিহীন,সত্য ও ন্যায়ের শাসন
শোষকেরা গুনবে প্রমাদ।
সেদিনের পথ চেয়ে আছি
যেদিন বিশ্বময় সমগ্র মানব
পড়বে বাঁধা পরস্পরে
প্রেম,প্রীতি ভালোবাসার অটুট বন্ধনে।।
********************
2022-01-07