অর্জুন ধরাশায়ী
মাত্র একঘন্টার ঝড়বাদলের ঝাপটে দাপটে ধরাশায়ী অর্জুন।
মাটি আঁকড়ে দাঁড়িয়ে ছিলে
বীরত্বের পরাকাষ্ঠা তৃতীয় পান্ডব
উৎপাটিত হলে তুমি;
কোথায় তোমার রথ!
কোথায় গান্ডীব,পাশুপত!
কোথায় তোমার সখা কৃষ্ণ!
তোমার দর্প,বীরত্ব, বৈভব!
দারা -পুত্র -পরিবার,সিংহাসন,রাজ্যপাট
সব কিছু ছেড়ে মহাপ্রস্থানের পথে
গেলে চলে কালের অন্তরালে।
মহীরুহ অর্জুন সমূলে পড়ে আছে
লতাগুল্ম ঝোপঝাড় মৃত্তিকার পরে;
এরপর খন্ড খন্ড করে কেটে নিয়ে যাবে অন্ত্যজেরা,জ্বলবে আগুনে দাউ দাউ করে।
এভাবেই দাম্ভিক, অত্যচারী,শক্তিমান স্বৈরাচারী শাসকের দল একে একে বিলীন হয়ে গেছে ধরাধাম থেকে।
মনে রেখো,তোমাদেরও যেতে হবে
যখন উঠবে ঝড় অতর্কিতে, এ সমাজ বুকে
রাবণের চিতা নিত্য বহ্নিমান
অরাজক দেশে
ধিকিধিকি প্রতিটি প্রজার হৃদয়ে।
**************