অন্তর্দৃষ্টিতে দেখি আমি কৃষ্ণগহ্বরে আলো
অন্ত্যজ মানুষ মাঝে রোজ খুঁজে পাই ভালো।
ধূলিমাখা চাষিদের বুকে পাই মৃত্তিকার ঘ্রাণ
কালিমাখা মজুরের হাতে পাই সৃষ্টির মান।
পটুয়ার নির্মাণে মৃন্ময়ী পায় চিন্ময়ীর সম্মান
ভাস্করের হাতে জড় কাঠ পাথর পায় প্রাণ।
নিসর্গ প্রকৃতি ও মানব মানবীর মনোমোহন রুপ চিত্রিত হয় চিত্রকরের তুলিতে
শব্দ আখরে, ছন্দ অলংকারে কবি সাজায় ধরণী তার ভাবনা কলম কালিতে।
প্রকৃত জ্ঞানীর হাতে হয় লক্ষ মেধার নির্মাণ
প্রকৃত দেশভক্তের হাতে হয় জাতির উত্থান।
2022-12-23