শরতের কথা এলেই ভাবনার আদরে ডুবে যাই আমি
স্মরণ করি থমথমে দুটি বছর
রোজ রাতেই ক্যালেন্ডারের গায়ে লাল দাগে ঢাকের তালে তালে নাচি
ভুলে যাই লম্পট স্বৈরাচারীর বিস্তৃত মানচিত্র
রাত পেরিয়ে যাওয়ার আগে একটা ফিকে জীবনের প্লট সীমানায়
বেঁচে থাকি গণতন্ত্রের যন্ত্রণায়
বহুধা সমাজ মিছিলে খুলে ফেলে শরীরী আবরণ
চেয়ে থাকি নীল- সাদার পাতায় পাতায়
অবুঝ মন রাত ভাঙার অপেক্ষায়
চাঁদের ছায়ায় নতুন প্রয়াসও
হাত বাড়ালে—
ভেবে দেখি আবারও শরতের আলোকে।