মানুষের কথা
বি ম ল ম ণ্ড ল
দেখতে দেখিতে সূর্য স্থির হবে
মানুষের ভালোবাসা গ্রন্থিত – অগ্রন্থিত
অপ্রত্যাশিত আড়ালে জ্বলে হৃদয়
একদিন মানুষ মরে যায়
শ্মশানের বুকে এক চিলতে সুখ
বিলিয়ে দেয় সকল স্বপ্ন
একদিন মানুষ পচে- গলে যায়
কথাটুকু পড়ে
মানুষের বিচারে।