Review This Poem

তোমার থেকে এখন অনেকটা দূরে যেতে চাইছি
কারণ তোমার মন ও প্রাণ জুড়ে
যে তোমাকে মিথ্যের খেলায় ডুবিয়ে দিচ্ছে
টুকরো টুকরো করে দিচ্ছে তোমার মন
একটু একটু করে কেড়ে নিচ্ছে তোমার
মনের সর্বস্ব
তুমি বুঝেও শারিরীক ক্ষিদেতে ভরপুর
রাত ও দিনের ব্যবধান কমাতে পারো না
এসব প্রতিদিন নাটকের দৃশ্য দেখতে দেখতে
তোমার আবেগের অনুভূতি থেকে
আমি দূরত্বে চলে যাবো

সেখানে তুমিও একদিন সময়ের ঘোর কাটলে
পৌঁছে যাবে সন্তানের টানে…

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments