আর কবে সজাগ হবেন?
পৃথিবীর এখুনি সময়
যেখানে দাঁড়িয়ে আছেন
দখল হয়েছে তার!
চোখ থাকতে অন্ধ তুমি
প্রতিবাদহীন মুখে
সব তো গেছে এযাবৎকাল
অন্ধ সেজে সেজে।
ঘুরে দাঁড়ান
আর নয়
যা দেখছ ওখানে সব
ভাগাভাগি চলছে।
আর কবে সজাগ হবেন?
পৃথিবীর এখুনি সময়
যেখানে দাঁড়িয়ে আছেন
দখল হয়েছে তার!
চোখ থাকতে অন্ধ তুমি
প্রতিবাদহীন মুখে
সব তো গেছে এযাবৎকাল
অন্ধ সেজে সেজে।
ঘুরে দাঁড়ান
আর নয়
যা দেখছ ওখানে সব
ভাগাভাগি চলছে।