উদাসী মেঘবাউল সুর তুলে নিচ্ছে রোদ জল থেকে
খেয়ালি চোখে রোদ ঝরে পড়ে মুদ্রণে
কৌশলে উন্মুক্ত ঘোষণা
মেঘের কোল ছুঁয়ে যায়
পাখিদের ডানায় অচেনা ইমেজ
গাছে গাছে সচিত্র আবাসভূমি
সময় গুলো উড়ে যায় বাতাসের তালে তালে
অসম্ভব সরল মন;ভেজা লাইনে
ছায়াছবির জলপত্র করুণাকর জেনে
সিভিল ড্রেসে আঁধারে খোলামেলা
আশার অনন্য আকাঙ্ক্ষায়…
উন্মুক্ত ঘোষণা।