আষাঢ়- শ্রাবণ মন মেতেছে
সোঁদা মাটির গন্ধে
কাছে-দূরে জমেছে মেঘ
ভালো কিংবা মন্দে।
রাস্তা ঘাট সব জলে থৈথৈ
হৃদয়ে বিষাদ মেখেছে
দূর আকাশে বিজলী হানে
সূর্য চোখ ঢেকেছে।
গাছের পাতায় বৃষ্টি পড়ে
কালো মেঘের চল
হাল্কা খুশি আনন্দে যে
সবুজ গ্রামে ঢল।
আকাশ – বাতাস শুষ্ক মুখে
বৃষ্টি ভেজা মাঠে
অঝোর ধারায় বৃষ্টি পড়ে
সকাল- দুপুর – রাতে।
জল ছপ-ছপ রাস্তা ধরে
মহামারীর দেশে
খোকা- খুকি বুড়া- বুড়ি
বৃষ্টিতে যায় ভেসে।
বৃষ্টি ভেজা সবুজ পাতা
বৃষ্টিতে ঘর বাড়ি
চোখের জলে বউরা সব
পরেছে ভেজা শাড়ি।
আষাঢ় -শ্রাবণ এই দুই মাস
লকডাউনের আলে
অতীতের সেই আনন্দটুকু
ডুবছে জলের তলে।