হৃদয়ের টান আর মনের মিলনের বাঁকে সম্পর্কের সূত্র
পৃথিবীর পথ ধরে ভিজে যাচ্ছে রক্ত শরীর
প্রতিটি শিরায় শিরায় স্নেহের রক্তমায়া
তারপর বিন্দু থেকে সিন্ধু যাপনে
গভীর ভালবাসার বাতিঘরে
জেগে ওঠে হৃদয়
একাকিত্মতার অতীত স্মৃতি উড়ে যায় হাওয়ায়
ধীরে ধীরে শুরু হয় বিশ্বাস সুখ
মেঘের মতো তোলপাড় জীবন থেকে
ভেসে আসে চাঁদের গন্ধ
নেমে আসে হার্দিক স্রোত
পূর্ণতা ভাঙে জীবন সমুদ্রে
একাকিত্মতার ছায়া
আর সেই পথে—
অর্ধেক আলো জুড়ে তুমি আর আমি…
বাঁকে বাঁকে ঘাম চাঁদ
আত্মিক ঘরে ইহকাল পরকাল।