বিচ্ছেদ। হানাহানি। মৃত্যুর কোজাগরী আজ
ধর্মের কানাকানি। রঙ মাখা পুতুলের সাজ
রাম গেল কোন ঘরে?
কোন ঘরে রামের দালাল?
চুপ করে। ঢাকা পথে। গীতা পড়ে শ্রান্ত নওয়াজ।
তারা ঝরে। মাঠে ঘাটে। পরে থাকে চাষীর আওয়াজ।
বিচ্ছেদ। হানাহানি। মৃত্যুর কোজাগরী আজ
ধর্মের কানাকানি। রঙ মাখা পুতুলের সাজ
রাম গেল কোন ঘরে?
কোন ঘরে রামের দালাল?
চুপ করে। ঢাকা পথে। গীতা পড়ে শ্রান্ত নওয়াজ।
তারা ঝরে। মাঠে ঘাটে। পরে থাকে চাষীর আওয়াজ।