যেদিন দেখবে…
সভ্যতার ঘরে আলো নিভেছে।
পোশাক হয়েছে গাছের পাতা।
আমি ফিরে গেছি কোনও আদিমতায়,
তুমি দেখছ আমার অসভ্যতা।।
আর মুখ লুকিয়ে চিড়িয়াখানায়,
ভিড় জমাবে সভ্য সমাজ।
অসভ্যতা দেখবে বলে, শিকেয় তুলে রাখলে যে কাজ।।
এইতো আমার সভ্য সমাজ!
এইতো আমার আগামীর দল!
যারা সভ্য বলে মাথা নাড়ায়।
যাদের অসভ্যতা সঙ্গী কেবল।।
আমার আদিমতায় প্রকৃতি বাঁচে।
আমার অসভ্যতা সাদাকালো।
তোমার সভ্যতা সব বসন্ত গান।
রঙের ছোঁয়ায় এলোমেলো ।।
আমি খুব চিনেছি সভ্যতাকে।
আমি খুব দেখেছি সভ্য মানুষ।
আমি অসভ্য, তাই অসভ্যতায়,
আজও ভাসাই দুঃখ ফানুস।।
যে সভ্য সমাজ রবির আলো,
অস্তাচলে দেখতে ব্যাকুল।
আর সভ্য পোশাক জড়ায় ধরে,
কুঁড়ি ঝরায় বৃন্ত বকুল।
আমি চাইনা এমন সভ্য সমাজ ।
যে সভ্যতাতে মাথা নত।
আমার অসভ্যতা আমায় সাজাক।
আমার সভ্যতা হোক ব্যাক্তিগত।।