একা ঘর,জানালা বন্ধ
আমি এবং এক অন্ধ
বাতিছাড়া একা ঘরে বন্ধ
এমন হতে,হতে হলো সান্ধ্য
অন্ধ হঠাৎ বলল,আমার দৃষ্টি চাই,নাহয় তোকে ধরে খাই।
আমি ভীত বললাম,নাও।তবু আমায় না খাও।
দিলাম তাহারে দৃষ্টি,সে দেখিল যতো সৃষ্টি।
হঠাৎ দেখিয়া ফুল,সে যাইলো তাহার কূল।
সেথায় ছিল মৌমাছি, ফুল তাদের ভালোবাসে।
কুলে গিয়া না পাইলো ফুল,পাইলো সুধু মাছির হুল।
এই হুলে তার চোক্ষু গেলো,সে আমার কাছে আবার ফিরে এলো।
হাসি আমি কইলাম এই নিতে ফুল,খাইতে হবে মাছির হুল।