Review This Poem

অসময়ের বৃষ্টি

অসময়ের বৃষ্টি নেমেছে-
বিবর্তনের আভাস দিয়ে
শীতের এক স্তব্ধ রাতে
আকাশ ভেজা কান্না ঝরছে!

অজানা এক ভিনদেশি মেঘ;
সকাল থেকেই ঘনিয়ে ছিল
মধ্য রাতের সাড়া ফেলে-
আকাশ ভেঙে ঝোরে পড়ল।

জানালা থেকে বাহির পানে
চেয়ে দেখি মধ্য রাতে!
এ তো নয় বৃষ্টি!!
মধ্যরাতে, কারোর ঘর ভাঙার
গুঙানীর অশ্রু রাশি।
চারিদিকের নিস্তব্ধতায়-
ঝরে পড়ছে আকাশ হতে।

অসময়ের বৃষ্টি আজ;
রাতের মুগ্ধতাকে সরিয়ে-
অনন্য এক রূপ দিয়েছে।
যার কাছে চাঁদের আলো লজ্জা পেয়েছে!
আর রাত জাগা মিটমিটে তারারা সব
আগেই ঘুমিয়ে পড়েছে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments