কোনো অভিযোগ আর নেই
অভিমান নেই আর কোনো
আমাকে পুড়তে দেখেছিলে
কোনোকিছু বলোনি কখনো।
কবে হাত সরিয়ে নিয়েছো
আমি ভুলে গেছি সব কবে
মরুদরজায় আজ একা
ফুল ঝরে গেছে কলরবে
আমাকে বিদুষী কবি বলে :
‘কেন এত মৃত্যুময়তা? ‘
আমি যতটুকু আজ বুঝি
সে কি বোঝে কিছু-কিছু তার?
সময় হয়েছে, ফিরে যাই
দশদিক নমস্কার করে-
দেখা আর হবে না কখনো
-কোনোদিন -অযুত বছরে।
2021-03-27