তুমি পাশে এসে বসো,আমি চোখ বন্ধ
গন্ধ এসে বলবে,তুমি আছো।
চোখ ধাঁধা করে দাও যদি,করুক না
আমি তো ভাববো আমি অন্ধ।
হয়তো রামধনু অন্য কোনোখানে ,
এখানে অন্ধকার,মেঘলা, ঘোলাটে
তুমি কথা বলে যাচ্ছ অনর্গল –
শব্দে শব্দে ঝংকার দিচ্ছে , সেই ই
অন্য রামধনুর সাতখানা রং।
শব্দ,
শব্দ একটু বিরক্ত হয়ে বললো –
শুধু দেখা হলো , রং মাখা হলো না।
তুমি পাশে বসে আছো,আমি চোখ বন্ধ
শব্দ বলে চললো , তুমি আছো।
এ কি ! চলে যাবে নাকি!
আর একটু বোসো।
শুধু পাশে এসে বসো,আমি চোখ বন্ধ
গন্ধ এসে বলবে , তুমি আছো , আর
আমি বলবো , পাগল , তুই তো অন্ধ!
আর ঘরে ফিরে আওড়াবো –
ক্ষণিক না হয় তুমি আমায় অন্ধ করে দিও –
এমন মায়ায় আমায় তুমি তোমার করে নিও।