Review This Poem

একদিন একটি সুপাত্র তার সমস্ত বৃত্তান্ত নিয়ে মেঘবালিকা সঙ্গে দেখা করলো তার নিজস্ব কার্যালয়ে। সঙ্গে পুষ্প শোভিত পুষ্পস্তবক। মেঘবালিকা তার সমস্ত বৃত্তান্ত দেখে তাকে প্রশ্ন করলো, আপনার কেমন মেয়ে পছন্দ? উত্তরে পাত্র বলিল, আমার মেয়ে নয়, একজন মানুষ প্রয়োজন যে আমার পাশে থাকবে আর আমি তার পাশে। আপনি কি আগে কাউকে দেখেছেন , মানে দেখাশোনা হয়েছে? হয়েছিল, একজনের সাথে কিন্তু সে আমায় পছন্দ করেনি। কেন? আমি নাকি দেখতে হাঁদা ভোঁদা। আমার নাকি বুদ্ধি কম। কিছুক্ষণ পর মেঘবালিকা আর পাত্র রাস্তা ধরে হাঁটতে লাগলো। বেশ কথোপকথন ও হলো। অবশেষে মেঘবালিকা একটি রিক্সায় উঠার সময়, তার ওড়নাটি বাতাসের বাতায়নে পাত্রের গায়ে এসে জড়িয়ে গেল। পাত্র আবার সেটিকে পরিপাটি করে মেঘবালিকার গায়ে একান্ত ভদ্রতায় জড়িয়ে দিল। মেঘবালিকা হেসে, কহিল আপনি সত্যিই হাঁদারাম। কিছু বললেন?? না , বললাম আজ তাহলে আসি। আর একটা কথা আপনার পুস্ত স্তবকে কোনো গন্ধ ছিলনা কেন ? আপনার পছন্দ টা জানা ছিল না। যদি আমি আমার প্রিয় গন্ধটা আপনাকে কোনোদিন বলি, জানবেন আমাদের আবার দেখা হচ্ছে। মেঘবালিকা যথারীতি বিদায় নিল, তবে পাত্র টি হয়তো বূঝিতে পারিল যে মেঘবালিকা কে তার খুবই জঘন্যভাবে পছন্দ হইলেও , মেঘবালিকার পছন্দের গন্ধটি এখনো তার কাছে খুব বিশ্রি ভাবে অজানা ই রহিল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments