শুনিনু নিদ্রায় আমি,নিকুঞ্জ-কাননে,মনোহর বীণা-ধ্বনি;- দেখিনু সে স্থলেরূপস পুরুষ এক কুসুম-আসনে,ফুলের ঠৌপর শিরে,ফুল-মালা গলে।হাত ধরাধরি করিসম্পূর্ণ

সুন্দর নদের তীরে হেরিনু সুন্দরীবামারে মলিন-মুখী,শরদের শশীরাহুর তরাসে যেন!সে বিরলে বসি,মৃদে কাঁদে সুবদনা;ঝরঝরে ঝরি,গলে অশ্রু-বিন্দু,যেনসম্পূর্ণ