দুচোখ তোমার দু’রকম
2024-11-09
তোমাকে বাঁচাতে গিয়ে এমন এক যুদ্ধ বাধাঁলাম, নিরবধি। এখন ভুলে গেছি তোমার বাড়ির পথ ফিরবসম্পূর্ণ
তোমাকে বাঁচাতে গিয়ে এমন এক যুদ্ধ বাধাঁলাম, নিরবধি। এখন ভুলে গেছি তোমার বাড়ির পথ ফিরবসম্পূর্ণ
জোয়ান চাঁদ ফালি ফালি করে ফেলে তপ্ত রক্ত শিহরনের কাপুরুষ খুন করে আই বুড়ির কপালসম্পূর্ণ
জেগে ওঠে হৃদয়ে আবেগ —পাহাড়ের মতো অই মেঘসঙ্গে লয়ে আসেমাঝরাতে কিংবা শেষরাতে আকাশেযখন তোমারে! —মৃতসম্পূর্ণ
বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,মাগো আমার শোলক্-বলা কাজলা দিদি কই?পুকুর ধারে লেবুর তলে,থোকায় থোকায়সম্পূর্ণ
দাঁতে কামড়িয়ে কে খেয়েছে চাঁদ?সন্ধেবেলায়?মহাশুন্যের ছড়ানো টেবিলেপড়ে আছে যেন ছিরিছাঁদহীন ভাঙা বিস্কুট।কে খেয়েছে চাঁদ?ক’দিন আগেওসম্পূর্ণ
চাদেঁর গুহার দিকে নির্নিমেষে চেয়ে থাকি, মেঝের উপরেদাড়িয়েঁ রয়েছে চাঁদ, প্রকাশ্য দিনের বেলা, স্পষ্ট দেখাসম্পূর্ণ