এই যে গহীন রাত্রে উঠান জুড়ে যে
জোছনার ফিনিক ছুটছে।
এই জোছনার সাথে
হৃদয়ের একটা গভীর যোগসূত্র আছে।
এই জোছনা খুব করে চায়,
প্রিয় মানুষটাকে কাছে পেতে,
পাশা পাশি বসে
একটু কিছু আলাপন করতে,
কখনো সুখের ভেলায় ভাসতে,
আবার কখনো দুখে’র খেয়াই নোংড় বাঁধতে।
একটু খুনসুটি করতে।
প্রিয় মানুষটার কোলে মাথা রেখে
সপ্ন চারিণী হতে।
প্রিয় মানুষের সাথে চাঁদের জোছনা
কোঁড়াতে কোঁড়াতে রাত পার করতে।
2023-03-09