অতঃপর ফেলা আসা স্মৃতির রোমন্থন না করে,
অদূর ভবিষ্যৎ চিন্তে না করে সিলিং ছোবার তীব্র সংকল্প নিয়ে দড়িটার লুপে ঝুলিয়ে দিলাম আমার ব্যর্থ হওয়া শরীরটিকে।
তোমাদের শত আশা, অবহেলা আর আমার কর্মের ব্যর্থতার গ্লানিবোধটুকুর মুক্তি দেবার জন্যে।
অনিদ্রা পিত্তশূলকে ছুটি জানিয়ে
ভাগ্যেকে আর তাগদা না দিয়ে কিংবা
ব্যর্থতার কিছু দগদগ প্রাপ্তি নিয়ে
স্বয়ং মৃত্যুদূতকে স্বাগত জানিয়ে, আমি পাড়ি দিলাম
বিরান পথের অচেনা গন্তব্যে।
এই মুহূর্তে চুকিয়ে দিলাম আমার আমার যত লেনদেন,
আছে যত এই পৃথিবী আর প্রকৃতিতে।
সে জন্যেই জানিয়ে দিচ্ছি ,
ভালো থেকো
ভালো থেকো আমার ফেলে আসা সুন্দর ক্ষণ
অভিমানি মন
প্রিয় ও অপ্রিয় সকল জন
এবং সুসময়ের মলয় পবন ।
ভালো থেকো.
ভালো থেকো প্রেয়সি আমার
অন্য পুরুষের লোমশ বুকে সতী সহধর্মিনী হয়ে
ভালো থেকো আমার বন্ধুবর
অন্য কারও সুসময়ের সারথি হয়ে
ভালো থেকো ।
ভালো থেকো আমার সব প্রার্থনা
যা পৌঁছায়নি খোদার আরশে
ভালো থেকো আমার সব আশা
যা ঠিকানা খুঁজে পায়নি জীবন পথে ।
ভালো থেকো ।
ভালো থেকো ,
ভালো থেকো অনিবার্য নিয়তি
আশ্বাস নামক উপহাস
জীবন ও যৌবন
এবং আমার আত্মজ কবিতা ও বিশ্বাস !
আর ভালো থেকো
আমার পেন্ডুলাম শরীর
ও তোমাদের সকল মেকী ভালোবাসা ।
এতদিন ভালোবাসাতে যত কৃপণতা
আপাতত এখন আমাকে ঘৃণা করতে
কার্পণ্যে যেন ঢাকে না তা !!