বাংলাদেশের হৃদয় জুড়ে সবুজ পাতার ঘ্রাণ
যার সুবাসে উথলে উঠে বিশ্ববাসির প্রাণ।
সজনে পাতার নরম পিঠে প্রভাত আলোর বন্যা
ঘাসের পাতায় পা ডুবিয়ে হাঁটে শিশির কন্যা।
পাতার হৃদয় কপাট খুলে ফুলের কলি ফোটে
গাছের সাথে গাছের কথা পাতার ঠোঁটে ঠোঁটে।
পাতার সাথে পাতা জুড়ে টুনটুনিদের বাসা
পাতা-ই গাছের জীবন মরণ পাতা বাঁচার আশা।
সুখের সময় হয় যে মুখর সবুজ পাতার সাজে
রূপের রাণী বাংলা আমার পাতার কারুকাজে।
তালের পাতায় হাওয়ায় দোলে বাবুই পাখির সুখ
পাতার ছবি খাতায় এঁকে হাসে শিশুর মুখ।
পাতায় পাতায় বাজনা বাজে পাতার গানে গানে
নতুন দিনের হয় যে শুরু পাতার আহ্বানে।
নানান রঙের বীজ বুনে দাও আসবে সবুজ পাতা
বাংলাদেশের মাটি যেন সবুজ রঙের খাতা।
পাতার কাছে ঋণী আছে এই পৃথিবীর সব
গাছের সবুজ পাতা যেন মায়ের অনুভব।