যখন আমি তোদের ছেড়ে
হারিয়ে যাবো দূরে
স্তব্ধ অচিন পুরে
হৃদয় জুড়ে তোদের স্মৃতি
ভালোবাসা স্নেহ-প্রীতি
সামনে চলার মন্ত্র দিবে
মায়াবী এক সুরে
যখন আমি তোদের ছেড়ে
হারিয়ে যাবো দূরে।
তোদের কথা পড়লে মনে
চলার পথে ক্ষণে ক্ষণে
খুব নিরালায় সংগোপনে
একটি ফুলের পাপড়ি খুলে
খুঁজি ফুলের ঘ্রাণ
তোদের ভেতর হারিয়ে এলাম
আমার মন-প্রাণ।