তোমাকে বিশ্বাস করে করে আজ আর
নিজেকে বিশ্বাস করতে পারি না আমি।
পূর্বাকাশে সূর্যের ঝলসানো মুখ দেখেও
আমার মন পশ্বিমাকাশ হাতড়ে বেড়ায়।
জলের বুকে চাঁদের গোসল দেখেও
আমি খুঁজি ঝিঁঝির গান, তারার সামিয়ানা।
জোনাকি ফুলের বাসরে বসেও
চোখের বারান্দায় দেখি ঘড়ির কাঁটা, এএম, পিএম।
ঈশ্বরে আমার বিশ্বাস আছে শতভাগ,
তবু অভিধানে খুঁজে ফিরি ভালোবাসার মানে,
বন্ধুত্বের প্রতিশব্দ।
জোছনার জল সাঁতরে তুলি প্রেমের গোলাপ,
স্বপ্নের মালা গাঁথি জোনাকি আলোর জন্য।