ভালোবাসার দুয়ার এখন
নিয়ম মেনে খুলে
মাঝে মাঝে উঁকি মেরে
ছিটকিনি দিই তুলে।
চতুর্দিকের জানলাজুড়ে
পর্দা আছে ঝুলে
হৃদ মাজারে ফাগুন হাওয়ায়
উঠছে দুলে দুলে।
মিষ্টি কথার মায়ায় পড়ে
করবো না প্রেম ভুলে
দেখবো এবার যাচাই করে
কি আছে তার মূলে।
দূরের বাগান যতই হাসুক
নানান ফুলে ফুলে
প্রেমের তরী রাখবো বেঁধে
জীবন নদীর কূলে।