দিগন্তে নীলিমার প্রান্ত ছুঁয়ে
শিমুল তুলার মতো
মেঘ উড়ে যায়
আকাশের বুক জুড়ে নীলের সাগর
রংধনু সাত রঙে
পালকি সাজায়।
রাতের হৃদয় হাসে চাঁদের সাথে
জোছনার ফুল ঝরে
উঠোন জুড়ে
আঁধারের বুক চিরে জোনাকির দল
আলোর খেলায় মাতে
লাল নীল সুরে।
শান্ত নদীর তীরে সাদা কাশফুল
বাতাসের ঢেউ এসে
দোল দিয়ে যায়
স্নিগ্ধ বিকেল জুড়ে বকের সারি
ঘুড়ির সাথে উড়ে
দূর সীমানায়।
ঝিরিঝিরি শ্রাবণের বারি শেষে
শরতের রাণী আসে হেসে হেসে
সোনা ঝরা রোদ মেখে
কৃষাণী স্বপন দেখে
নবান্ন ফিরে আসে বাংলাদেশে।