বেদনার খরতাপে ঝলসানো মন
প্রশান্তি খুঁজে খুঁজে বাড়ছে দহন
তবুও জীবন জুড়ে
কত গান কত সুরে
সুখের অভিনয়ে শত আয়োজন।
মানুষের রূপ ধরে বিষাক্ত সাপ
তার পরশে মনে বাড়ে পরিতাপ
আলেয়ার পিছে পিছে
যতই ঘুরি মিছে
মরিচিকা ঝরে পড়ে যখন তখন।
আমার হৃদয়বাগে দেখি যত ফুল
হাসনাহেনা জুঁই গোলাপ বকুল
অকালেই ঝরে যায়
সুবাসটা মরে যায়
বাগান জুড়ে শুধু ভুল আর ভুল।
ভালোবেসে যারে বুকে দিই ঠাই
প্রিয় বন্ধু ভেবে যারে বলি ভাই
স্বার্থ ফুরিয়ে গেলে
সেও দেয় দূরে ঠেলে
আপন জনের মাঝে নেইতো আপন।
হাত বাড়ালেই তো হাত পাওয়া যায় না
প্রিয়জন দূরে সরে তারও আছে বায়না
ঘৃণার বাষ্প ঝড়ে
হৃদয়টা ভেঙ্গে পড়ে
দুর্দিনে একা পথে বিষন্ন ক্ষণ।
বেদনার খরতাপে ঝলসানো মন
প্রশান্তি খুঁজে খুঁজে বাড়ছে দহন।