ঐ যে দূরের সবুজ গহীন বন
বনের সাথে মাঠের আলিঙ্গন
মাঠ পেরিয়ে নদীর খোলা বুক
নদীর বুকে আকাশ দ্যাখে মুখ।
ঐ যে দেখো অথৈ সাগর জল
জলের বুকে ঢেউয়ের কোলাহল
ঢেউয়ের সাথে রোদের লুকোলুকি
আকাশ এবং সাগর মুখোমুখি।
ঐ যে পাহাড় দাঁড়িয়ে আছে ঠায়
সুযোগ পেলে আকাশ ছুঁতে চায়
আকাশ কভু দেয় না ধরা তাকে
বুকের ভেতর ঝরনা পুষে রাখে।
এই যে এতো বন-বনানী
সাগর পাহাড় নদী
আকাশ চলে তাল মিলিয়ে
নিত্য নিরবধি।
সবার চাওয়া পাওয়ার মাঝে
আকাশ থাকে ঠিকই
আকাশ কারো হয় না একক
যায় না ধরা টিকি।
সবার প্রিয় মানুষ যারা
তারাও এমন হয়
তাল মিলিয়ে চলার মানে
মোটেও আপন নয়।