জীবন একটা হাওয়াই গাড়ি
চলছে ছুটে তাড়াতাড়ি
এই দুনিয়ার ইস্টিশনে
সময় বেশি নাই
যখন তখন এই গাড়িটা
হবেরে বিদায়।
রংবেরং এর এই যে গাড়ি
দিবে একদিন আকাশ পাড়ি
সহায় স্বজন সবই ছেড়ে
আসল ঠিকানায়
এই গাড়িটা মিশে যাবে
মাটির বিছানায়।
ভালোবাসার মোহ মায়া
দুঃখ সুখের আলো ছায়া
সকল কিছু থেমে যাবে
হবে অন্ধকার
দম ফুরালে এই গাড়িটা
চলবে নাতো আর।
জীবন একটা হাওয়াই গাড়ি
কেন করো বাড়াবাড়ি
নিজের গাড়ির চাবি তোমার
নিজের হাতে নাই
ইচ্ছে মতন চালান, থামান
তিনি মালিক সাঁই।