Review This Poem

কী তোমার ধর্ম নীতি?

কী তোমার স্বদেশ প্রীতি?

কী করে জ্বালাও আগুন

পোড়াতে এ সম্প্রীতি?

কী করে ভাঙ্গতে পারো

এ দেশের শান্তি ধারা?

কার হাতের পুতুল তুমি

মেনে চলো কার ইশারা?

তুমি কি ভুলে গেছো

এ দেশের সংস্কৃতি!

কী করে ঘৃণা ছড়াও

মানুষের মনে মনে?

বিভেদের দ্বন্দ্ব বাড়াও

বৈষম্য জনে জনে?

তুমি কি চাও না পেতে

হৃদয়ে সুখের স্মৃতি?

এ দেশটা তোমার আমার

সব মানুষের সব ধর্মের

এ দেশের সুনাম কু-নাম

আমাদের কৃত-কর্মের।

আমরা তো গাইতে পারি

সাম্য ও ন্যায়ের গীতি।

যদি চাও রাখতে ধরে

সৌহার্দ্য সুসম্প্রীতি

একসাথে মানতে হবে

ঐতিহ্য নিয়ম নীতি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments