এই যে তুমি যখন তখন রাগ করো
কথায় কথায় ভালোবাসা ভাগ করো
আমার অবুঝ মনের মাঝে
সুখের সবুজ কারুকাজে
স্বপ্ন ভেঙ্গে রক্তের লাল দাগ করো।
এই যে আমি তর্ক করে হেরে যাই
উচিত কথা বলতে গিয়েও ছেড়ে যাই
ধৈর্য্য ধরে চুপ থাকি
দেখি আসল রূপটা কী
মাঝে মাঝে বিবেকটাকে নেড়ে যাই।
তার মানে নয় আমি কিছুই বুঝি না
সত্যি হলো
রাগারাগির পথটা কভু খুজি না।
এই যে তুমি কথায় কথায় ভুল খুঁজো
আমার কাজের অন্তরালে মূল খুঁজো
সকল কথা এবং কাজে
এই জীবনের ভাঁজে ভাঁজে
আসলে কি ভালোবাসার ফুল খুঁজো?
এই যে আমি তোমার ভুল তো ধরি না
সব কিছুতে রাগ অভিমান করি না
একসাথে দূর যেতে হলে
সুখের নাগাল পেতে হলে
চলার পথে এসব আহামরি না।
আমি শুধু চাই যে তোমার হাসি মুখ
ভুলের সাথে, ফুলের সাথে
লেগে থাকুক ভালোবাসার সুবাসটুক।
রাগ অভিমান থাকলে তবে ভালোবাসা খাঁটি হয়
এক জীবনের হিসাব এতো সহজ পরিপাটি নয়।