দুর্দিনে বুঝা যায় কে আপন কে পর
প্রয়োজনে দেয়া যায় কার কাঁধে কত ভর
আনন্দে হাসি খুশি সাথে রয় সারাক্ষণ
বিপদে পালিয়ে যায় এ কেমন প্রিয়জন?
মুখে বলে ভালোবাসি অন্তর বলে না
কান্নার লোনা জলে যার মন গলে না
যত প্রিয় হোক তবু আসলে সে প্রিয় নয়
খোলসের আড়ালে করে শুধু অভিনয়।
প্রকাশে হাসি মুখে মায়াবি কথা
আবেগের ফুল ঝরে ভাঙ্গে নিরবতা
পিছনে গীবত করে করে উপহাস
বিদ্রুপ ভরা মনে ঘৃণা করে চাষ।
অমায়িক ব্যবহারে বিনয়ী কি সুর
কথাতে যাদু যেন আহা কি মধুর
স্বার্থের প্রয়োজনে আছে তার নানা রূপ
সব কিছু বুঝি তবু হয়ে আছি নিশ্চুপ।
মুনাফিকি আচরণে হবে তার পরাজয়
নিজের কাছেই নিজে হেরে যাবে নিশ্চয়
কাউকে ঠকিয়ে কেউ বড় হতে পারে না
বিবেকের দংশন কভু তাকে ছাড়ে না।